গোটা বিশ্বে সবচেয়ে বেশি আফিম তৈরি হয় আফগানিস্তানে। আর তা থেকেই তৈরি করা হয় হেরোইন।এই নিষিদ্ধ মাদকের বিপুল চাহিদা রয়েছে ইউরোপ, আমেরিকা ও এশিয়ায়। আফগানিস্তানে তালিবানদের শাসন শুরু হওয়ার পর থেকেই নতুন করে মাথা চাড়া দিচ্ছে এই মাদক ব্যবসা।
সম্প্রতি এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। যা নিয়ে এক রিপোর্ট পেশ করেছে ‘ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিস’। রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের ৮৭ শতাংশ আফিম তৈরি হয় আফগানিস্তানে। প্রায় দুই দশক ধরে প্রায় ৯ বিলিয়ন ডলার খরচ করেও সেদেশে আফিম চাষে লাগাম টানতে সক্ষম হয়নি আমেরিকা। হিন্দুকুশের পাহাড় থেকে হেরোইনের ব্যবসার রাশ ধরেছে তালিবান।
আফগানিস্তানে তৈরি হওয়া মাদকের বেশিরভাগ পাচার হয় পাকিস্তানের মধ্যে দিয়ে। আফগানিস্তানে তৈরি হওয়া আফিম থেকে পাকিস্তানে ল্যাবরেটরিতে বিশাল পরিমাণ হেরোইন তৈরি করে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে ইউরোপার বাজারে। এই বিষ ছড়িয়ে পড়ছে গোটা দুনিয়ায়।