চুল হল বাহ্যিক সৌন্দর্যের অন্যতম প্রতীক। তাই মেয়েরা কমবেশি সবাই লম্বা চুলই পছন্দ করে। কার এমন চুণলেই স্টাইল করে মজা। এই স্টাইলের উপর ভর করেই সামনে থাকা মানুষটিও তাকিয়ে থাকবে আপনার দিকে। তবে চুল পড়ার সমস্যা কমাতে খাদ্য তালিকায় এমন কিছু খাবার যোগ করুন, যাতে চুল পড়া রোধ হয়। জেনে নেওয়া যাক কোন খাবার গুলি চুল পড়া বন্ধ করতে সাহায্য করে।
ডিম:
চুলের যত্নে সবচেয়ে উপকারি হল ডিম। কেননা ডিমে রয়েছে প্রোটিন, বায়োটিন, ভিটামিন বি১২, আয়রন, জিঙ্ক এবং ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিডের উৎস। এই ভিটামিন এবং খনিজগুলির মধ্যে যেকোনও একটির অভাব হলেও, চুলের গুণমান খারাপ হতে পারে। তাই চুল পড়া বন্ধ করতে খাদ্যতালিকায় ডিম অবশ্যই রাখুন।
গাজর:
গাজর ত্বক এবং চুলের জন্যও গাজর দারুণ কার্যকরী। গাজর ভিটামিনে সমৃদ্ধ। এটি স্ক্যাল্পে পুষ্টি সরবরাহ করে এবং চুলকে ময়েশ্চারাইজড রাখতে সাহায্য করে। গাজর চুলের গোঁড়া মজবুত রাখতেও ব্যাপক সাহায্য করে। তাই খাদ্য তালিকায় গাজর রাখা উচিত।
সবুজ কড়াইশুঁটি:
সবুজ কড়াইশুঁটি চুলের স্বাস্থ্য ভালো রাখতে ব্যাপক সাহায্য করে। সবুজ কড়াইশুঁটি ভিটামিন বি, জিঙ্ক এবং আয়রনের উৎস। স্বাস্থ্যকর চুল বজায় রাখার জন্য এগুলি অপরিহার্য। তাই খাদ্যতালিকায় অন্যান্য শাক সবজির পাশাপাশি সবুজ কড়াইশুঁটি যোগ করুন।
পালং শাক:
পালং শাক ভিটামিন এ, ভিটামিন সি এবং আয়রনের উৎস। এগুলি সবই চুলের স্বাভাবিক বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়।