জাতিবিদ্বেষমূলক মন্তব্যের কারণে হরিয়ানায় হিসারের পুলিশ আধিকারিকরা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংকে গ্রেপ্তার করেছে। গত বছর রোহিত শর্মার ইনস্টাগ্রামে একটি লাইভ সেশনে এসে যুজবেন্দ্র চাহালের উদ্দেশ্যে করা তাঁর একটি মন্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক।
অভিযোগ, অন্যান্য ক্রিকেটারকে নিয়ে মশকরা করতে গিয়ে দলিতদের অপমান করেছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। এরপর কড়া সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। যদিও নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়ে নেন যুবরাজ।
সেই ঘটনার প্রায় আট মাস পর দায়ের হয় এফআইআর। হরিয়ানার হিসারের এক আইনজীবী যুবরাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।রবিবার, সেই মামলাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
বেশ কিছুদিন আগে এই মামলায় হাই কোর্ট থেকে আগাম জামিন নিয়ে রেখেছিলেন যুবরাজ সিং। তাই এদিন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কিছু প্রশ্ন জিজ্ঞাসাবাদ করেন। আগাম জামিনের কাগজের ভিত্তিতে মুক্তি পান তিনি।