হাবড়ায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন প্রাক্তন প্রধানের ছেলে। বিস্ফোরণের তীব্রতায় তাঁর হাতের একটি আঙুল উড়ে গিয়েছে। ভয়ঙ্কর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।
স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার মছলন্দপুর ২ নম্বর পঞ্চায়েতের ফুলতলা দাসপাড়া এলাকায় প্রাক্তন পঞ্চায়েত প্রধান কৃষ্ণপদ দাসের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এদিন প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ছেলে প্লাবন শুক্রবার বাড়ির ছাদে বাজি ফাটাচ্ছিল। ঠিক সে সময় তাঁর হাতে বাজি ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় প্লাবনের একটি আঙুল উড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাকি চারটি আঙুলও।
স্থানীয় বাসিন্দারা গিয়ে দেখেন, প্রধানের বাড়ির ছাদের উপর আহত অবস্থায় পড়ে রয়েছেন প্রধানের ছেলে। তাঁর বাঁ হাতের পাঁচটি আঙ্গুলই ক্ষতিগ্রস্ত হয়।তাঁকে উদ্ধার করে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে প্রাক্তন প্রধান কৃষ্ণপদবাবুর দাবি, ছেলে বাজিগুলি কিনে নিয়ে এসে রোদে দেন। এরপরই শুক্রবার রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তবে, কোথা থেকে বাজি নিয়ে এসেছিল এ ব্যাপারে তিনি কিছুই জানতেন না। এত বাজি কোথা থেকে এল তা প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।