একদিকে সিকিমে যখন তুষারপাতে ঢেকেছে, পর্যটকদের মনে খুশির আবহ সেসময় ঠান্ডার দেখা নেই ভূস্বর্গে। যথারীতি সেখানকার পর্যটকদের মন খারাপ। জম্মু ও কাশ্মীরের অধিকাংশ স্থানেই শুক্রবারও সর্বনিম্ন তাপমাত্রা থাকল স্বাভাবিকের ঊর্ধ্বেই। পারদ ওপরের দিকে শ্রীনগরেও। জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, ৯ নভেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।
এই মুহূর্তে শীতের প্রতীক্ষায় ভূস্বর্গ। তবে, মনোরম আবহাওয়া, ফল ও শস্যের সোনালি হলুদ শরৎ ধীরে ধীরে শীতের আগমনী বার্তা দিচ্ছে। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ রয়েছে।
তবে, বেলা বাড়তেই যদিও উধাও হচ্ছে ঠান্ডা। ধান কাটা হয়েছে, কৃষকরা এখন নিজেদের শস্যক্ষেত্রে শীতের মরশুমের জন্য শস্য সংরক্ষণ করছেন।