খেলাধুলা

Euro Cup আপডেট: তুরস্ককে তিন গোলে উড়িয়ে শুরু করল ইতালি

করোনা অতিমারীর জেরে ২০২০ সালের ইউরো কাপ ফুটবল অনুষ্ঠিত হয়নি। সংক্রমণে কিছুটা রাশ পড়ায় ১১ জুন থেকে শুরু হল ইউরো কাপ। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইতালি ও তুরস্ক। ইতালির রোমে এই খেলায় ইতালি হেলায় হারালো তুরস্ককে। খেলার ফলাফল ৩-০। প্রথমার্ধটি গোলশূন্য ভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে দাপট দেখায় ইতালি। ম্যাচের ৫৩ মিনিটের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইতালি। ইতালির দোমেনিকো বেরার্ডি গোলের দিকে একটা জোরাল শট নেন। কিন্তু তুরস্কের ডিফেন্ডার ডেমিরালের গায়ে প্রতিহত হয়ে সোজা গোলে ঢুকে যায়।

গোলের মুখ খুলতেই চাপ বাড়ায় আজুরিরা। ম্যাচের ৬৬ মিনিটে চিরো ইমমোবিলের হাত ধরে দ্বিতীয় গোলটি করে ফেলে রবার্তো মানচিনির দল। এরপর ম্যাচের ৭৯ মিনিটে আসে তৃতীয় গোল। এ বার তুরস্কের জালে বল জড়িয়ে দেন আজুরি স্ট্রাইকার ইনসাইন। প্রথম ম্যাচেই সহজ জয় পেয়েও সতর্ক ইতালির কোচ রবার্তো মানচিনি।