জেলা ব্রেকিং নিউজ

খবরের জেরে ভাটপাড়ায় বন্ধ হচ্ছে কন্টেনমেন্ট জোনের বাজার

করোনা সংক্রমণ বাড়তেই ওই এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছিল ভাটপাড়া পুরসভা। কিন্তু সেই পর্যন্তই, না ছিল নজরদারি, না ছিল সচেতনতা প্রচার। ফলে ভাটপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের রথতলা পুরোনো বাজারে রোজই বসছিল সবজি বিক্রেতারা। অপরদিকে কন্টেনমেন্ট জোনে বাজার বসায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। খবরটি প্রচারিত হয় দি নিউজ এক্সপ্রেসে।

এরপরই নড়েচড়ে বসে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। জেলাশাসক স্বয়ং ছুটে যান ভাটপাড়া পুর এলাকায়। এরপরই তাঁর নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করল ভাটপাড়া পুরসভা। এই পুর এলাকার ৬,৭, ২২, ২৪, ২৫ ও ৩৪ নম্বর ওয়ার্ডে সমস্ত দোকানপাট ও বাজার তিনদিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সকাল থেকে বুধবার রাত পর্যন্ত রথতলা পুরোনো বাজার সহ সমস্ত দোকান বন্ধ রাখতে হবে। শুধুমাত্র ওষুধের দোকান খোলা রাখা যাবে। পুরসভার এই উদ্যোগে স্বভাবতই খুশি এলাকার মানুষ।