ইউরোর প্রথম দুই ম্যাচ হেরেও শেষ ষোলোয় উঠেছিল ডেনমার্ক। তাঁদের প্রধান ফুটবলার ক্রিশ্চিয়ানো এরিকসেন হৃদরোগে আক্রান্ত হন মাঠেই। চাপে পরেও হাল ছাড়েনি ডেনমার্ক। প্রি কোয়ার্টার ফাইনালে ওয়েলসকে ৩-০ গোলে উড়িয়ে চলে গেল কোয়ার্টার ফাইনালে। অপর টানটান উত্তেজনার ম্যাচে ইতালি অতিরিক্ত সময়ের গোলে হারালো অস্ট্রিয়াকে।
শনিবার রাতে ইতালি ও অস্ট্রিয়ার ম্যাচ ৯০ মিনিট অবধি খেলা গোলশূন্য থাকায় তা গড়ায় এক্সট্রা টাইমে৷ এরপরই নাটকীয়ভাবে ম্যাচের মোড় ঘুরে যায় এক্সট্রা টাইমে। ইতালির দুই পরিবর্ত ফুটবলার গোল করে ম্যাচ জিতিয়ে দেয়। এক্সট্রা টাইমে প্রথম গোল করে চেইসা, এরপর ১০৫ মিনিটে গোল করেন পেসিনা। ওখানেই ম্যাচের ভাগ্য গড়া হয়ে যায়। যদিও ১১৪ মিনিটে গোল করেন অস্ট্রিয়ার কালাজডিচিক৷
ছবি টুইটার থেকে নেওয়া
You must be logged in to post a comment.