ইউরোর বি গ্রুপের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ৫৫ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল বেলজিয়াম। প্রতিপক্ষ ডেনমার্ক সর্বক্ষণ চাপে রেখেছিল বেলজিয়ান ডিফেন্সকে। কিন্তু ইডেন আজার, রোমালু লুকাকু ও কেভিন ডি ব্রুইন যেই দলে আছে, সেই দলকে কতক্ষন আটকে রাখা সম্ভব? হলোও তাই, ৫৫ মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে থাকা বেলজিয়াম জিতল ২-১ গোলে। তবে ফলাফলের উর্ধ্বে উঠে ম্যাচে স্মরণীয় হয়ে থাকল অসুস্থ ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসনের প্রতি মানুষের ভালোবাসা ও প্রতিপক্ষের সম্মান ম্যাচকে নিয়ে গেল এক অন্য উচ্চতায়।
অসুস্থ ডেনিস তারকা এরিকসনের ১০ নম্বর জার্সি নিয়েই টস করেন দুই দলের অধিনায়ক। অপরদিকে হৃদরোগে অসুস্থ এরিকসেন হাসপাতাল থেকেই বার্তা দিলেন সতীর্থদের। তাতেই পাল্টে গেল ডেনমার্ক ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজ। তেড়েফুঁড়ে খেলে মাত্র ২ মিনিটের মাথায় সফলতা হাসিলও করে ফেলে তাঁরা। ঘরের মাঠে গোল করে ডেনমার্ককে এগিয়ে দেন ইউসুফ পলসেন। চাপে পড়ে যায় বেলজিয়াম। ম্যাচের রাশ কখনও ডেনমার্কের পায়ে তো কখনও বেলজিয়ামের।
তবে ম্যাচের গতিপথ পাল্টে যায় চোট সারিয়ে প্রথম একাদশে ফেরা কেভিন ডি ব্রুইন মাঠে নামতে। ৫৫ মিনিটের মাথায় তাঁরই পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরায় তোরগান আজার। এরপর ৭০ মিনিটের মাথায় ডি ব্রুইনের ঠান্ডা মাথার গোলে ম্যাচ জিতে নেয় বেলজিয়াম। ফলে তাঁরা শেষ ষোলোয় জায়গা করে নিল এক ম্যাচ বাকি থাকতেই।
You must be logged in to post a comment.