শরীরের নানা সমস্যার সমাধানে বেগুন বেশ কার্যকরী। কেননা বেগুনে রয়েছে প্রোটিন, ভিটামিন, খনিজের মত উপাদানগুলি। হাড়ের গঠন ও বৃদ্ধিতেও বেগুন বিশেষ ভূমিকা রাখে। জেনে নেওয়া যাক বেগুনের গুনাগুন ও স্বাস্থ্য উপকারিতা-
অ্যানিমিয়া রোধে দারুণ কাজে দেয় বেগুন। কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতেও সাহায্য করে বেগুন।
শরীরের হাড় মজবুত করতে করতে বেগুন খুবই উপকারী। অস্টিওপোরোসিসের মতো রোগের ক্ষেত্রে এই সবজি খুবই কাজে দেয়। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে।
বেগুনের মধ্যে ক্যানসার বিরুদ্ধে লড়াই করারও উপাদানও রয়েছে। একে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ম্যাঙ্গানিজ থাকে। যা শরীরের কোনও সংক্রমণ রুখতে কাজে দেয়। শরীরকে ভিতর থেকে রোগ প্রতিরোধের শক্তি জোগায়।
সুস্থ হৃদয়ের জন্য বেগুন অবশ্যই খাওয়া উচিত। কারণ এই সবজি কোলেস্টেরল লেভেল কমাতে সাহায্য করে।কোলেস্টেরল কম করার উপাদানের পাশাপাশি বেগুনে প্রচুর ফাইবারও রয়েছে। ফলে তা ওজন কমাতেও সাহায্য করে।