ইতিমধ্যে বাতিল হয়েছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দুটি পরীক্ষাই। তবে বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জুলাই মাসের মধ্যেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হচ্ছে। তিনি জানিয়ে দিলেন, মূল্যায়ন পদ্ধতি ঘোষণা হবে শুক্রবার। জুলাই মাসের মধ্যে ফলপ্রকাশ। জনগণের মতামত, সরকার নিযুক্ত বিশেষজ্ঞ কমিটির সুপারিশ এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের ভিত্তিতে মাধ্যমিক–উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হয়েছে এই রাজ্যেও। কিন্তু দুই পরীক্ষার ২১ লক্ষ পরীক্ষার্থীর মূল্যায়ন কী করে হবে, সে ব্যাপারে সব তরফের মতামতের ভিত্তিতে পদ্ধতি তৈরি করছে পর্ষদ ও সংসদ।
মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, কোভিডবিধি মেনে জুলাই মাসের শেষ সপ্তাহে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা আগস্টে। দিল্লির দুই বোর্ড–সহ দেশের প্রায় সমস্ত রাজ্যেই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের ঘোষণা করা হয়। তার পর ৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটি ও জনমতের ভিত্তিতে এ রাজ্যেও চলতি বছর দুটি পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী সোমবারেই সাংবাদিক বৈঠকে বলেন, ‘আমি চাই, পড়ুয়ারা যাতে কোনও বিপদে না পড়ে। তাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়। তারা আমাদের ছোট্ট প্রিয় সাথী। পরীক্ষা ছাড়া মূল্যায়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে মানসিক কোনও সমস্যা না হয়, রেজাল্ট তৈরির আগে সব দিক ভালো করে খতিয়ে দেখতে বলব শিক্ষা দপ্তরকে।’
শুক্রবার বিকেল ৪টেয় যৌথ সাংবাদিক বৈঠক করে মূল্যায়ন পদ্ধতি ঘোষণা করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও মধ্য শিক্ষা পর্ষদ। সূত্রের খবর, মাধ্যমিকের ক্ষেত্রে নবম শ্রেণি ও অভ্যন্তরীণ পরীক্ষার নম্বরের ভিত্তিতে মূল্যায়ন হতে পারে। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে দশম, একাদশ এবং দ্বাদশের প্র্যাকটিকাল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপরে মূল্যায়ন।