রেশন দুর্নীতি তদন্তে মঙ্গলবার সকাল থেকেই তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকাল থেকে কলকাতার একাধিক জায়গায় চলছে ইডির তল্লাশি।
মঙ্গলবার সকাল ৭টা নাগাদ সকাল সল্টলেকের আইবি ব্লকের একটি বাড়িতে পৌঁছন ইডির আধিকারিকরা। বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। তারপর চলে তল্লাশি। অন্যদিকে নিউ আলিপুরের একটি বহুতলেও পৌঁছে গেছে ইডির দল। বাগুইআটির একটি আবাসনেও চলছে ইডির হানা। ৮ থেকে ১০টি টিম আজ তদন্তে বেরিয়েছে। এদিন ২টি মামলায় মূলত তল্লাশি চলছে। একটি রেশন দুর্নীতি, অপরটি স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত।
মঙ্গলবার পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট, বাগুইহাটি, কৈখালি এলাকার আরও পাঁচটি জায়গায় ইডির অফিসাররা পৌঁছেছেন বলে খবর। নিউ আলিপুরের ব্যবসায়ী সুনীল কায়ানের বাড়িতে তল্লাশি চলছে।
পাশাপাশি বাগুইআটি থানার অন্তর্গত হলদিরামের পিএস ম্যাগনামে এক ব্যবসায়ীর বাড়িতেও গিয়েছে ইডির দল। মেট্রোপলিটন সেক্টর-বি-তে ঢুকেছে ইডির টিম। সেখানে ২ জন অফিসার ও কয়েকজন ফোর্স রেখে আবার বেরিয়ে এসে পি৫৭বি ঠিকানায় পৌঁছন ইডির আধিকারিকরা।
ইডি সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলায় যে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ উঠেছে সে সংক্রান্ত বিষয়েই জিজ্ঞাসাবাদের জন্য এদিনের এই তল্লাশি অভিযান।