রাজ্য লিড নিউজ

নিয়োগ দুর্নীতি তদন্তে কলকাতা ও একাধিক জেলায় ইডির তল্লাশি অভিযান

শুক্রবার সাতসকালে কলকাতা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় অভিযান শুরু ইডির। নিয়োগ দুর্নীতির তদন্তে সক্রিয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নাগেরবাজার থেকে শুরু করে রাজারহাটের একাধিক জায়গায় চলছে তল্লাশি অভিযান।

সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজারহাটের কাশীনাথ পুরে হানা দিয়েছে ইডি। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রসন্ন রায় ঘনিষ্ট এক ব্যক্তির বাড়িতে চলছে তল্লাশি। জানা গিয়েছে, জমি কেনাবেচার কাজ করতেন এই ব্যক্তি । তাঁর কাছে দুর্নীতি সংক্রান্ত একাধিক তথ্য থাকতে পারে বলে ধারণা তদন্তকারী সংস্থার। এছাড়া কলকাতায় নাগেরবাজারের ডায়মন্ড সিটি নর্থের একটি ফ্ল্যাটেও চলছে তল্লাশি অভিযান।