ব্রেকিং নিউজ রাজ্য

অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি মিলল ইডির

গরু পাচার মামলায় শেষ পর্যন্ত অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি পেল ইডি। শুক্রবারই তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হবে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। প্রসঙ্গত, বুধবারই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রত মামলার শুনানি ছিল। গরু পাচার মামলায় কেন এখনও পর্যন্ত আদালতে পেশ করা হল না অনুব্রত মণ্ডলকে? এদিন দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্টের এই প্রশ্নের মুখেই পড়তে হয় ইডিকে। ৭ দিনের মধ্যে এই সংক্রান্ত হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত।

গরু পাচার মামলায় তদন্তের স্বার্থে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চেয়েছিল ইডি। ২০২২-এর ১৯ ডিসেম্বর অনুব্রতর বিরুদ্ধে দিল্লির আদালতে হাজিরা সংক্রান্ত ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ জারি হয়। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট অনুব্রতকে দিল্লি আনার অনুমতি দিয়েছিল। যার পাল্টা আবেদন করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। অনুব্রতর আইনজীবী জানান, গত ১৯ ডিসেম্বরের রাউস অ্যাভিনিউ কোর্টের প্রোডাকশন ওয়ারেন্টকে চ্যালেঞ্জ করা হয়েছিল হাই কোর্টে। বুধবার তারই পালটা দিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের পর্যবেক্ষণ, হাই কোর্ট তো এ নিয়ে কোনও স্থগিতাদেশ দেয়নি। তাহলে কেন পেশ করা হচ্ছে না অনুব্রতকে? আগামী সাতদিনের মধ্যে এর কারণ হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৯ মার্চ মামলার পরবর্তী শুনানি।