আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

Earth Quake: কেঁপে উঠল নিউজিল্যান্ড

জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৭.২। সোমবার সকালে নিউজিল্যান্ডে ভূমিকম্প হয়। ভারতীয় সময় অনুযায়ী, ভোর ৬.১১ মিনিট নাগাদ আচমকা কেঁপে ওঠে নিউজিল্যান্ডের কের্মাডেক দ্বীপের মাটি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে টুইট করে কম্পনের কথা জানানো হয়েছে। তারা জানিয়েছে, এই কম্পনের উৎসস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে, নিউজিল্যান্ডের এই ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়। দ্বীপের বাসিন্দা এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। উল্লেখ্য, নিউজিল্যান্ডের এই কের্মাডেক দ্বীপে গত মাসেও জোরালো ভূমিকম্প হয়েছিল। সে বার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১।