ব্রেকিং নিউজ রাজ্য

একনাগাড়ে বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বিপদসীমার ওপরে বইছে তিস্তা

ধস ও লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গে। রবিবার থেকে একনাগাড়ে বৃষ্টির জেরে একের পর এক নদী ফুঁসছে। ধস ও লাগাতার বৃষ্টির জেরে বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তার জল। পাহাড়ের একাধিক এলাকায় ধস নেমেছে বলে খবর। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী করোনেশন সেতুর উপর দিয়ে বইছে জলোচ্ছ্বাস।

ভারী বর্ষনের জেরে বন্ধ ১০ নং জাতীয় সড়ক। একইসঙ্গে তিস্তা থেকে দার্জিলিং যাওায়ার প্রধান রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এছাড়াও যান চলাচল নিষিদ্ধ কালিম্পং ও পাবনা সড়কেও। গোরুবাথান থেকে মংপং সড়কের পরিস্থিতিও যথেষ্ট খারাপ। যে কোনও সময় রাস্তাটি বন্ধ হওয়ার আশঙ্কা। জোড়বাংলো-তিস্তা রোডে ৩ মাইল থেকে ৬ মাইলের মধ্যেও ভূমিধসের খবর পাওয়া গিয়েছে।

প্রশাসনের তরফে অস্বাভাবিক বৃষ্টির কথা বলা হলেও, ঠিক মতো রাস্তা মেরামতি না হওয়ার ফল ভুগতে হচ্ছে বলে মনে করছেন অনেকেই। সাউথ লোনাক লেক বিপর্যয়ের পর ৯ মাস অতিক্রম হলেও ১০ নম্বর জাতীয় সড়ক কেন ঠিক করা হল না, তা নিয়ে উঠছে প্রশ্ন।