ব্রেকিং নিউজ

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দুবাই

একটানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দুবাই। ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। বুধবারও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাহরিন, মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরশাহির বহু অংশই জলমগ্ন হয়ে পড়েছে। আমিরশাহিতে বন্যা পরিস্থিতির জেরে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে ।

মঙ্গলবার থেকে সোশ্যাল মিডিয়ায় দুবাইয়ের দুর্যোগের একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, খেলনার মত জলে ভাসছে মার্সিডিজ, ল্যাম্বরগিনির মতো দামি গাড়ি। কোথাও কোথাও আবার হাঁটু পর্যন্ত জল জমেছে। সব মিলিয়ে জমা জলে বিপর্যস্ত জনজীবন। এখনও পর্যন্ত ৫০টিরও বেশি বিমান বাতিল করা হয়েছে। জলমগ্ন মেট্রো স্টেশনও, থমকে গেছে ব্যাস্ত শহরের জীবনযাত্রা। একাধিক জায়গায় ধসের জেরে রাস্তা বন্ধ। সেই রাস্তা সারানোর জন্যই জেসিবি মেশিন আনিয়ে চলছিল ধ্বংসস্তূপ সরানোর কাজ। বিপর্যয়ের কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ।

আমিরশাহির আল এইন এবং সৌদির আল হিলালের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল সেমিফাইনাল ম্যাচেও আবহাওয়ার প্রভাব পড়েছে। ঝড়বৃষ্টির কারণে আগামী ২৪ ঘণ্টার জন্য স্থগিত রাখা হয়েছে ম্যাচ। বিশেষজ্ঞদের মতে, অত্যাধুনিক প্রযুক্তির কারণেই বানভাসি হয়েছে বিশ্বের অন্যতম বাণিজ্যিক শহর দুবাই।এদিকে, সংযুক্ত আরব আমিরশাহির প্রতিবেশী দেশ ওমানে সবথেকে বেশি ক্ষতি হয়েছে বৃষ্টিতে। সেখানে প্রবল ঝঞ্ঝার কবলে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। রয়েছে ১০ জন স্কুলছাত্রও।

প্রসঙ্গত, বিশ্বের মধ্যে অন্যতম শুষ্ক মরু অঞ্চল সংযুক্ত আরব আমিরশাহি। সেখানে বৃষ্টি প্রায় হয়না বললেই চলে। সেই তুলনায় গত ২৪ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে। মঙ্গলবারই সর্বাধিক বৃষ্টি হয়েছে। ২৪ ঘণ্টায় ৫ ইঞ্চি জল জমে গেছে।