ব্রেকিং নিউজ রাজ্য

বঙ্গোপসাগরে ডুবল বালিভর্তি বোট

দিনের শুরুতেই অঘটন। আজ সকালে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অন্তর্গত বঙ্গোপসাগরের চিনাই নদীতে বালী ভর্ত‌ি একটি বোট নিমেষে ডুবে গেল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর থেকে বালি ভর্তি করে নামখানার উদ্দেশ্যে আসছিল ওই বোটটি। হঠাৎ স্রোতের মুখে পড়ে ফ্রেজারগঞ্জ থে‌কে পাঁচশ মিটার দূরে ব‌ঙ্গোপসাগর ও চিনাই নদীর মোহনায় ডুবে যায় বোটটি। বালিভর্তি বোটটি যখন ডুবে যাচ্ছে ঠিক সে সময় একটি টু‌রিস্ট বোট দেখ‌তে পেয়ে খবর দেয় কোস্টাল থানায়। এরপর সুন্দরবন পুলিশ জেলার অন্তর্গত ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ও‌সি শুভেন্দু দাসের নেতৃত্বে তিন জন একটি স্পিড বোট নি‌য়ে ডুবন্ত বোটের ৩ জনকেই উদ্ধার করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় নিয়ে আসে। প্রত্যক্ষদর্শীদের মতে, জোয়ার ও স্রো‌তের ঢেউ‌য়ে ঢু‌বে যায় বোটটি।

জানা গেছে, বোটটিতে সাদা বালি ছিল। তবে ওই সাদা বালি প্রকৃত মেদিনীপুর থেকে আসছিল না সুন্দরবনের নদী বহুল কোন এলাকা থেকে কাটা হয়েছে তা তদন্ত দেখছে পুলিশ।

প্রসঙ্গত, চলতি বছর ১৬ জানুয়ারি মাছ ধরার সময় সমুদ্রের উত্তাল ঢেউয়ে পাটাতন ফেটে গিয়ে বঙ্গোপসাগরে ডুবে যায় একটি মাছ ধরার ট্রলার।

এছাড়াও গত বছর ঘূর্ণিঝড়ের কবল থেকে নিরাপদ আশ্রয় ফেরার সময় সেনা জওয়াদের ট্রলিং জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার বড় ধরার ট্রলার ডুবে গিয়েছিল। যদিও সেটা বাংলাদেশের ঘটনা ছিল।