ব্রেকিং নিউজ স্বাস্থ্য

আপনি কি কন্টাক্ট লেন্স ব্যবহার করেন? অবশ্যই জেনে রাখুন এর ক্ষতিকর প্রভাব

কন্টাক্ট লেন্স ব্যবহারের আগে জেনে নিন এর ক্ষতিকর প্রভাব। কন্টাক্ট লেন্স পরার আগে এগুলো অবশ্যই মাথায় রাখবেন। এখানে ৫টি মারাত্মক ক্ষতিকর দিক তুলে ধরা হল-

দীর্ঘদিন ধরে কন্টাক্ট লেন্স ব্যবহারে চোখের জ্বালা থেকে শুরু করে চোখের সংক্রমণের মত বহু সমস্যা হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে।

দীর্ঘক্ষণ কন্টাক্ট লেন্সের ব্যবহারের ফলে, চোখে এ্যালার্জী, অস্বস্তি এবং চোখ ফুলে লাল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যায়।

কন্টাক্ট লেন্সগুলি কর্নিয়ার চারপাশে রক্তনালী এবং রক্ত ​​সঞ্চালন দ্রুত বাড়িয়ে তোলে। যার কারণে দৃষ্টিশক্তি ক্ষীন হতে শুরু করে।

একটানা লেন্স এর ব্যবহারের ফলে চোখে কর্নিয়ায় সাদা বা বাদামী বর্নের ফোস্কার মত ঘায়ের সৃষ্টি হয়।

এটি অত্যন্ত বেদনাদায়কও হতে পারে। অনেক ক্ষেত্রে ঝাপসা দৃষ্টি এবং এমনকী অন্ধত্বও দেখা দিতে পারে।