মাত্র সাত মাস আগে রাজ্যে বিধানসভা নির্বাচনে যে দল শাসকদলের সাথে টক্কর নেবার জন্য যথেষ্ট ছিল, কলকাতা পৌরভোটে সেই দলেরই চূড়ান্ত ভরাডুবি।
কলকাতা পৌর নির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয়ের পর এবার রাজ্য কমিটিতে সম্ভবত বদল আনবার পথেই হাঁটতে চলেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, বড়দিনের পরবের আগেই সেই রদবদলের সম্ভাবনা রয়েছে।
বঙ্গে বিধানসভা নির্বাচন ও উপনির্বাচনে পরাজয়ের পর সেপ্টেম্বরে হঠাৎই সরিয়ে দেওয়া হয় তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে। নিয়ে আসা হয় নতুন মুখ সুকান্ত মজুমদারকে। কিন্তু সুকান্তকে সামনে রেখে পৌরভোটে পুরোপুরিভাবে পর্যুদস্ত হলো বিজেপি। মনে করা হচ্ছে , একারণেই বিজেপি নতুন করে সংগঠন সাজানোর কথা ভাবছে।
বিজেপি সূত্র মারফত খবর, প্রায় ৩২ জনের একটি নতুন কমিটি গঠন করতে চলেছে বিজেপি নেতৃত্ব। বঙ্গ বিজেপির এই নতুন টিমে থাকতে পারেন বেশ কিছু নতুন মুখ এবং প্রায় ৮ – ১০ জন মহিলা নেতৃত্ব। পাশাপাশি দায়িত্বে থাকা এমন কিছু বিজেপি নেতৃত্ব যারা আপাতত তৃণমূলের দিকে ঝুঁকে রয়েছেন তাদের নাম কাটছাঁট করা হতে পারে। তালিকা থেকে।
বিজেপি শীর্ষ নেতৃত্বের ডাকে বুধবারই দিল্লি উড়ে যাচ্ছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বৈঠকে উপস্থিত থাকবেন প্রাক্তন রাজ্য সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় বিজেপি সহ সভাপতি দিলীপ ঘোষ। নির্বাচনে ভরাডুবির কারণ পর্যালোচনার পাশাপাশি নতুন কোন কোন নেতৃত্ব বা মুখ সামনে রেখে বিজেপি রাজ্যের বাকি পৌরনির্বাচনে ভালো ফল করতে পারে আপাতত সেদিকেই বিজেপি নেতৃত্বের নজর থাকবে বলে সূত্র মারফৎ জানা গেছে।