কলকাতা ব্রেকিং নিউজ রাজ্য

ফের কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড!

ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায়। মঙ্গলবার সকালে ভয়াবহ আগুন লাগে বাইপাস লাগোয়া কাদাপাড়ার শতাব্দী প্রাচীন ক্যালকাটা জুট মিলের গুদামে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নিভাতে হয় বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে এসেছিল দমকলের ১০টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা। প্রচুর ক্ষয়ক্ষতি হলে এখনো পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে জুটমিলের কর্মরত কর্মীরা হঠাৎই দেখেন গোডাউন থেকে গলগল করে ধোঁয়া বের হচ্ছে। জুটমিলের ওই গুদামে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত টাকায় কয়েক মিনিটের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। খবর পাওয়া মাত্রই প্রথমে দমকলের ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কিন্তু আগুনের ভয়াবহতা দেখে পরে আরও ৮টি ইঞ্জিন যায়।

দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নিভানোর কাছে হাত লাগান। সেইসঙ্গে দ্রুত জুট মিলের কর্মীদেরও উদ্ধার করেন। দমকল কর্মীদের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।