বিনোদন ব্রেকিং নিউজ রাজ্য

গায়িকা প্রশ্মিতার সঙ্গে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে অনুপম

কাঞ্চনের বিয়ে নিয়ে চর্চার মাঝেই আগুনে ঘি পড়ার মতো এল অনুপমের বিয়ের খবর। সঙ্গে সঙ্গে নেটদুনিয়া তোলপাড়! কারণ একসময় প্রিয়া পরমব্রতর বিয়ের পর অনুপমকে সবাই সহানুভূতি দেখিয়েছিল। কিন্তু প্রাক্তনের বিয়ের কয়েক মাস কাটতে না কাটতেই তাঁর বিয়ের খবর অবাক করেছে অনেককেই।

আগামী ২ মার্চ গায়িকা প্রশ্মিতা পালকে বিয়ে করছেন অনুপম। ইতিমধ্যেই এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছে। তবে অনুপমের এটি দ্বিতীয় বিয়ে নয়। এই নিয়ে তৃতীয়বার সংসার গড়তে চলেছেন এই গায়ক।

যাদবপুরে পড়াকালীন তিনি এক বান্ধবীকে বিয়ে করেছিলেন। সেই বান্ধবীই ছিলেন অনুপমের প্রথম স্ত্রী। তবে তিনি কে, তা অনুপমের কাছের মানুষেরা ছাড়া কেউ জানে না। যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় বিয়ে করার পর তাঁরা বেঙ্গালুরুতে বেশ কিছু বছর ছিলেনও।

সূত্রের খবর, বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা।অন্যদিকে প্রশ্মিতারও এটা দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি শৌনক নামে এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ে করার কয়েক মাসের মধ্যেই তাঁদের ঘর ভাঙে। সম্ভবত সেই কারণেই বিয়েতে আর জাঁকজমক চান না গায়ক। নিজস্ব একান্ত বৃত্তে চারহাত এক করবেন বলে জানিয়েছেন তারা।