শুক্রবার ভোরে বিধ্বংসী আগুন লাগে চাঁদনি চক চত্বরের চারটি কাপড়ের দোকানে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৫ টি ইঞ্জিন। প্রচুর ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় সুত্রে খবর, কাপড়ের দোকানগুলোতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। পরপর চারটি দোকানই আগুনে ভস্মীভূত হয়ে যায়। আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় এক দোকানদার জানান, কাপড় থাকায় আগুন মারাত্মক আকার নেয়। তবে দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিকভাবে অনুমান। আগুনে হতাহতের কোনও খবর না থাকলেও অনেক টাকার ক্ষতি হয়েছে, বলেই জানান ওই দোকানদার।
বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যে দোকানে আগুন লেগেছে, তার ভেতরে প্রবেশ করেন দমকলকর্মীরা। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। সাদা ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। অন্যদিকে ওই দোকানগুলিতে আদেও কোনো অগ্নিনির্বাপক যন্ত্র ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।