১০ দিনের ইডি হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করানো হয় আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া অরবিন্দ কেজরিওয়ালকে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় তার দিল্লির বাসভবনে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। ১২ জনের একটি দল পৌঁছে যায় দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে। পুরো বাড়ি ঘিরে ফেলে দিল্লি পুলিশ। তখনই আশঙ্কা করা হয়েছিল গ্রেফতার করা হতে পারেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাত ন’টার পর সেই আশঙ্কাই সত্যি হয়। এর আগে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআরের কন্যা কে কবিতাকে। সেই মামলাতেই গ্রেফতার হন অরবিন্দ কেজরিওয়াল। আগেই কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়ে জেলে রয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।