আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

মস্কোর ভরা প্রেক্ষাগৃহে হামলা

মস্কোর ভরা প্রেক্ষাগৃহে হামলা। সেখানে ঢুকে গুলিবৃষ্টি করল বন্দুকবাজের দল। মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ জন। আহত আরও অনেকে।রুশ সংবাদ সংস্থা সূত্রে খবর, হলে অনুষ্ঠান চলাকালীন কমব্যাট ফোর্সের পোশাক পড়ে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ভিতরে ঢোকে তিনজন বন্দুকবাজ । দর্শকদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো অনেকে অনেকে আতঙ্কে শুয়ে পড়েন মাটিতে। রাশিয়ার রাজধানীতে এমন হামলার ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়েছে হামলা পরবর্তী পরিস্থিতির ছবি।

ভিডিওগুলিতে রাইফেল হাতে দুজন লোককে অনুষ্ঠানস্থলের মধ্য দিয়ে যেতে দেখা যায়। অন্য আরেকটি ভিডিওয় চারজন আক্রমণকারীকে অ্যাসল্ট রাইফেল হাতে হামলা চালাতে দেখা যায়। কনসার্ট হলের প্রহরীদের কাছে বন্দুক থাকায় এটি ভয়াবহ রূপ নেয়।

সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট সোশ্যাল মিডিয়ায় অনুমোদিত চ্যানেলে পোস্ট করা একটি বিবৃতিতে হামলার দায় স্বীকার করে বলেছে যে তারা মস্কোর উপকণ্ঠে ক্রাসনোগর্স্কে ‘খ্রিস্টানদের’ একটি বিশাল সমাবেশে হামলা চালিয়েছে, শত শত মানুষ নিহত ও আহত হয়েছে।