রাজ্য লিড নিউজ

পরীক্ষাকেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু!

উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে দিতেই অসুস্থ বোধ করছিল পরীক্ষার্থী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া মুর্শিদাবাদের সুতির মুরালিপুকুরে।

পুলিশ জানিয়েছে, ওই ছাত্রের নাম প্রীতম দাস। মুরালিপুকুর হাইস্কুলের ছাত্র প্রীতম ছোটো থেকে মেধাবী। শারীরিক কিছু অক্ষমতা থাকলেও মনের জোরে বাধা অতিক্রম করতে চেয়েছে বরাবর। উচ্চমাধ্যমিকে তার সিট পড়েছিল অরঙ্গাবাদ হাইস্কুলে।

মঙ্গলবার ইতিহাস পরীক্ষা চলাকালীন হঠাত্‍ করেই সেন্টারের মধ্যে অসুস্থ বোধ করে প্রীতম। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় স্থানীয় মহিশাইল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। এখানকার চিকিত্‍সক তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।