বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৬২ জন কোভিড–১৯ রোগী শনাক্ত হয়েছেন। আর এখন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। ফলে ১৫ হাজার থেকে ১৭ হাজার ছাড়িয়ে গেল সংখ্যাটা।
এই নিয়ে বাংলাদেশে মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৭,৮২২ জন। আর এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৬৯ জন।
বুধবার প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এই তথ্য জানিয়েছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১০ বছরের নীচের একটি শিশুও রয়েছে। তাদের মধ্যে ১৩ জনই ঢাকায় মারা গিয়েছেন।
ইতিমধ্যেই আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ৪৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করে রোগী শনাক্তের এই ফলাফল পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক নাসিমা সুলতানা। বাংলাদেশে এখন পর্যন্ত ৪১টি প্রতিষ্ঠানে কোভিড–১৯ পরীক্ষা করা হচ্ছে। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দিনে ১০,০০০ নমুনা পরীক্ষার টার্গেট করা হলেও তা এখনও বাস্তবায়ন করা যায়নি। লোকের সমস্যার কারণে পরীক্ষার সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে বিলম্ব হচ্ছে।