ক্রমশই জোরাল হচ্ছে সাইক্লোন মনদৌস। ইতিমধ্যেই শক্তিবৃদ্ধি করে ফেলেছে এই ঘূর্ণিঝড়। শুক্রবার অর্থাৎ ৯ ডিসেম্বর বঙ্গোপসাগরে তৈরি এই ঘূর্ণিঝড় পুদুচেরি এবং শ্রীহরিকোটের মধ্যভাগ দিয়ে অতিক্রম করবে। ৭০ কিলোমিটার বেগে এগোচ্ছা সাইক্লোনটি। আগামী কয়েকঘণ্টার মধ্যে তা আরও গতি সঞ্চয় করবে বলে জানিয়েছে মৌসম ভবন। মূলত এই সাইক্লোনের প্রভাব পড়তে চলেছে অন্ধ্রপ্রদেশের উপকূলভাগে। বুধবার রাতেই এই নিম্নচাপটি গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই এর প্রভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ভারতে।
বুধবার রাতে চেন্নাই থেকে ৭৫০ কিলোমিটার দুরে ছিল মনদৌস। বৃহস্পতিবার বেলায় সেই দুরত্ব কমে দাঁড়ায় ৫৪০ কিলোমিটারে। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে চেন্নাই। আগামী ৯ এবং ১০ ডিসেম্বর প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে চেন্নাইতে। ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবারও সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করেছে পুদুচেরি প্রশাসন। পুদুচেরির জেলাশাসক ই ভেল্লাভান এই নির্দেশ দিয়েছেন বলে খবর।
নির্দেশে বলা হয়েছে, সমস্ত রকমের বিজ্ঞাপনী ফ্লেক্স, ব্যানার সরিয়ে ফেলতে হবে। ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ু, পুদুচেরী এবং অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। ভারী বৃষ্টি চলবে আগামী ২ দিন। এর জেরে উপকূল সংলগ্ন দক্ষিণ ভারতের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।