জেলা

তৃণমূলের গাড়িতে পিষে মৃত্যু সিপিএম কর্মীর

ভোট–অষ্টমীর আগের রাতে তৃণমূল প্রার্থীর গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সিপিএম কর্মীর। আহত আরও ২। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে মুর্শিদাবাদের ডোমকল। এই বিষয়ে সংযুক্ত মোর্চার অভিযোগ, পরিকল্পনামাফিক ধাক্কা দেওয়া হয়েছে মৃত ও আহতদের। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল প্রার্থী। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী অবশ্য তৃণমূলকেই দায়ী করেছেন।
স্থানীয় সূত্রে খবর, বুধবার গভীর রাতে ডোমকলের সাহাবাজপুরে রাস্তার ধারে বসেছিলেন সংযুক্ত মোর্চার কর্মীরা। দ্রুতগতিতে আসা একটি গাড়ি তাঁদের ধাক্কা দেয়। আর তাতেই গুরুতর জখম হন তিনজন। তাঁদের নিয়ে যাওয়া হয় ডোমকল হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁদের উদ্ধার করে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। সেখানেই মৃত্যু হয় একজনের। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। সংযুক্ত মোর্চার অভিযোগ, তৃণমূলের পরিকল্পনাতেই এই ঘটনা ঘটেছে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি ডোমকলের তৃণমূল প্রার্থী জাফিকুল ইসলামের।
এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘‌রাতের অন্ধকারে টাকা দিচ্ছিলেন তৃণমূল প্রার্থী। তা দেখে ফেলায় পালাতে গিয়ে গাড়ি দিয়ে পিষে দেওয়া হয়।’‌ জাফিকুল ইসলামের কথায়, আমার গাড়িতে কোনও দুর্ঘটনা ঘটেনি। প্রচারে থাকা অন্য গাড়িতে ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনা একদমই স্বাভাবিকহ ঘটনা। নেপথ্যে তৃণমূলের কোনও পরিকল্পনা নেই। যে কোনও মৃত্যুই দুঃখজনক।