বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায় শোনাবে কলকাতা হাইকোর্ট। সকাল সাড়ে দশটায় এই রায় দেওয়া হবে বলে জানা গিয়েছে। এর আগে রাজ্য সরকার আর্থিক ঘাটতির কারণ দেখিয়ে বকেয়া ডিএ না দিতে পারার আর্জি জানিয়েছিল। কিন্তু তখন রাজ্য সরকারকে তিন মাসের বকেয়া ডি এ মেটানোর নির্দেশ দেয় আদালত। তারপরই সরকার আবার মে মাসে ডিএ রায়ের পুনঃ বিবেচনার আবেদন করে।
এর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ডিএ মামলায় জানিয়ে দিয়েছিল তিন মাসের মধ্যে বকেয়া ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের। তারপরই হাইকোর্টে সেই মামলার পুনর্বিবেচনার আর্জি জানাই রাজ্য সরকার। আজ সেই মামলারই রায় শোনাবে আদালত।
উল্লেখ্য, অল ইন্ডিয়া কঞ্জিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী সরকারি কর্মচারীদের ডিএ দিতে বাধ্য রাজ্য সরকার, জানিয়ে দেয় হাইকোর্ট। বিচারপতি ট্যান্ডন ও রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে এই মামলার রায় দেন।
শুনানি শেষে বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত জানান এই মহার্ঘ ভাতায় রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার এবং অল ইন্ডিয়া প্রাইস ইনডেক্স অনুযায়ী ডিএ পেতে বাধ্য সরকারি কর্মচারীরা।
প্রসঙ্গত, এই মামলাতে স্যাটে হেরে যায় রাজ্য। এরপর সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে রাজ্য সরকার। সেই রায়ও রাজ্য সরকারি কর্মীদের পক্ষে যায়।