ব্রেকিং নিউজ রাজ্য

জ্যোতিপ্রিয়র নিরাপত্তায় বাড়তি নজরদারির নির্দেশ আদালতের

রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নিরাপত্তায় বাড়তি নজরদারির নির্দেশ আদালতের। গ্রেফতারের পর অসুস্থতার কারণে এসএসকেএমে ভর্তি রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী।

আদালতের নির্দেশ, জ্যোতিপ্রিয় এসএসকেএমের যেখানে ভর্তি আছেন, সেখানে সর্বক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজের লিঙ্ক দিতে হবে ইডিকে। বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে আলিপুরে বিশেষ ইডি আদালত।

পাশাপাশি এদিন প্রেসিডেন্সি জেল সুপারের উদ্দেশ্যে আদালত নির্দেশ দিয়েছে, জ্যোতিপ্রিয় যেখানে রয়েছেন সেখানে বহিরাগতদের প্রবেশ নিষেধ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হাসপাতালে মন্ত্রীর কী কী চিকিৎসা হচ্ছে, এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্টও আদালতে পেশ করতে হবে । আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত মন্ত্রীর জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।