রুদ্ধশ্বাস গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে ৬৬৫ জন নয়া আক্রান্ত শনাক্ত হয়েছেন, যা কার্যত রেকর্ড। আবার একদিনে মৃত্যু হয়েছে দু’জনের। এদের একজনের বাড়ি নারায়ণগঞ্জে, অপরজন রংপুরের বাসিন্দা। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৭৭ জন। আর করোনায় আক্রান্তের সংখ্যা পৌঁছল ৯,৪৫৫জন। ফলে ১০ হাজার স্পর্শ করতে শুধুমাত্র সমযের অপেক্ষা।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে খবর, গত ২৪ ঘন্টায় মোট ৫ হাজার ৩৬৮টি নমুনা সংগ্রহ করেছে । তার মধ্যে ৫ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮১ হাজার ৪৩৪টি। এই পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৬৩ জন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৬৫ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১,৬৩৭ জন। এছাড়া আইসোলেশন থেকে ৬০ জন–সহ মোট ছাড়া পেয়েছেন ১০৮২ জন। যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। স্বাভাবিক চলাফেরা করতে পারবেন।