আজ থেকে রাজ্যে ১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনার টিকাকরণ শুরু হয়েছে। কলকাতা করপোরেশনের ৩৪টি পুর স্বাস্থ্য কেন্দ্রে করোনার ভ্যাক্সিন কোরবিভ্যাক্স দেওয়া হচ্ছে। কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম জানান, প্রতিটি বরোতে দুটি করে স্বাস্থ্য কেন্দ্র বাছা হয়েছে। সেই সঙ্গে বেশ কয়েকটি সরকারি স্কুলকে নির্দিষ্ট করা হয়েছে শিশুদের টিকাকরণের জন্য। পরবর্তী পর্যায়ে কলকাতা কর্পোরেশন এলাকার কোনও স্কুল আগ্রহ প্রকাশ করলে সেখানেও টিকাকরণ হতে পারে বলে জানান কলকাতার মেয়র।
কলকাতা কর্পোরেশন এলাকায় ১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনার ভ্যাক্সিন দেওয়ার ব্যবস্থা খতিয়ে দেখতে মেয়র ফিরহাদ হাকিম যান দক্ষিণ কলকাতার কমলা গার্লস হাইস্কুলে। শুধু বাংলাতেই নয় সারা দেশে কোরবিভ্যাক্স ১২ থেকে ১৪ বছরের বাচ্চাদের টিকাকরণ শুরু হয় বুধবার। বাচ্চাদের এই ভ্যাক্সিন সরকারি ক্যাম্পেই পাওয়া যাবে।স্কুলের বয়সের প্রমান পত্র কিংম্বা আধার কার্ড নিয়ে কোউইন আ্যাপে নাম নথিভুক্ত করতে হবে।
প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ মাসে করোনা অতিমারির সংক্রমণে লকডাউন শব্দের সঙ্গে পরিচিত হয় সাধারণ মানুষ। সেই সময় দ্রুত এই রোগের ভ্যাক্সিন আবিষ্কার হয়। ইতিমধ্যে ষাটোর্ধ্ব ব্যক্তি থেকে পর্যায় ক্রমে ১৪ বছর পর্যন্ত বয়সীদের করোনার ভ্যাক্সিন দেওয়া হয়েছে। আজ থেকে ১২ বছর থেকে ১৪ বছর বয়সীদের করোনার ভ্যাক্সিন দেওয়া শুরু হল।এই ভ্যাক্সিনকে জরুরী ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশের স্বাস্থ্য মন্ত্রক।দেশে অতীতে যতগুলি ভ্যাক্সিন দেওয়ার ব্যবস্থা হয়েছে সব কয়েকটি ভ্যাক্সিনই জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে।