করোনায় আক্রান্ত বলিউড অভিনেত্রী করিনা কাপুর এবং তার ঘনিষ্ঠ বন্ধু অমৃতা অরোরা। আপাতত দু’জনেই হোম আইসোলেশনে রয়েছেন। এই দুই তারকাকে বিভিন্ন সময়ে সুরক্ষাবিধি না মেনে বিভিন্ন পার্টিতে দেখা গিয়েছে। করিনা কপূর খানের করোনায় আক্রান্ত হওয়ার খবরের পরই বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, যাঁরা দুই অভিনেত্রীর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন দ্রুত করোনা পরীক্ষা করান।
সম্প্রতি, মালাইকা অরোরা ও করিশ্মা কাপুরের সঙ্গে তাঁদের পার্টি করতে দেখা গিয়েছে। ২০২০ সাল থেকে বলিউডের একাধিক তারকা করোনা আক্রান্ত হয়েছেন। বেশিরভাগই মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ জীবনে ফিরেছেন।
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, দেশে দৈনিক করোনা সংক্রমণ কমছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৩৫০ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২০২ জন। করোনার নতুন স্ট্রেন ওমিক্রনের দাপট বাড়ছে।
ওমিক্রন ভ্যারিয়েন্টে প্রথম মৃত্যু হল বিশ্বে। এ খবর নিশ্চিত করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বিবিসি-র রিপোর্ট অনুযায়ী বরিস জনসন জানিয়েছেন, ব্রিটেনে এক ব্যক্তির ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ৯ ডিসেম্বর পর্যন্ত ওমিক্রন ৬৩টি দেশে ছড়িয়ে পড়েছে। দক্ষিণ আফ্রিকায় দ্রুত সংক্রমণ লক্ষ করা গিয়েছে। দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, ইজরায়েলের পাশাপাশি ওমিক্রন দাপট দেখাচ্ছে ব্রিটেনও। একটি আন্তর্জাতিক সমীক্ষা বলছে, ঠিকমতো সতর্কতা না নেওয়া হলে, আগামী বছরের এপ্রিলের মধ্যে ব্রিটেনে ২৫ থেকে ৭৫ হাজার জনের মৃত্যু হতে পারে।