করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ গোটা দেশের পাশাপাশি বেসামাল করেছে বাংলা কেও। শুরু হয়েছিল অক্সিজেনের হাহাকার। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এত ভয়ঙ্কর রূপ নেওয়ায় বাঁকুড়ার বড়জোড়া শিল্পাঞ্চলে অবস্থাও নাগালের বাইরে চলে যাচ্ছিল। তড়িঘড়ি এখানের সুপার স্পেশালিটি হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হলেও পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হচ্ছিল না। বিশেষ করে আক্রান্তদের যে ভাবে অক্সিজেনের চাহিদা বাড়ছিল তাতে উদ্বেগ তৈরি হয়েছিল জেলা স্বাস্থ্য দফতরের।
উদ্বেগের অবসান ঘটলো সোমবার। এদিন হাসপাতালে বসল বহু প্রতিক্ষিত অক্সিজেন প্ল্যান্ট । এই প্ল্যান্টের উদ্বোধন করেন বড়জোড়ার বিধায়ক অলক মুখার্জি। উপস্থিত ছিলেন এসডিও সদর সুশান্তকুমার ভক্ত, জেলা পরিষদের কো-মেন্টর আশুতোষ মুখার্জী, কর্মাধ্যক্ষ সুখেন বিদ ও সদস্য টিঙ্কু মন্ডল। প্ল্যান্ট উদ্বোধনের পর হাসপাতাল সুপার এস এন প্রসাদ বলেন,’করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় অক্সিজেন ঘাটতি বেশ উদ্বেগজনক করে তুলেছিল। তার অবসান হল।’ তিনি আরও বলেন,’এখানে ২৪ ঘন্টায় ৫০ লিটারের ১৯০ টি সিলিন্ডার ফিলিং করা যাবে। আমাদের হাসপাতালে ৩০০ শয্যাকেই অক্সিজেন প্ল্যান্টের সঙ্গে পাইপলাইনের মাধ্যমে যুক্ত করা হয়েছে। সরাসরি সংশ্লিষ্ট রোগীদের অক্সিজেন দেওয়া সম্ভব হবে।’
বিশেষ প্রতিবেদকঃ মলয় সিংহ,বাঁকুড়া
You must be logged in to post a comment.