ashoknagar corona covid 19
জেলা রাজ্য

অশোকনগরে করোনার থাবা

এবার উত্তর ২৪ পরগণার অশোকনগরে এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেল। গত তিনদিন ধরে ওই ব্যক্তি অশোকনগর হাসপাতালে ভর্তি ছিলেন। বিভিন্ন উপসর্গ দেখে ডাক্তাররা তাঁর করোনার টেস্ট করান। রবিবার বিকেলে সেই টেস্টের রিপোর্ট পজিটিভ আসে আর তাতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। পুঁটিয়া গ্রামে যেখানে ওই ব্যক্তির বাড়ি সেখানে প্রশাসনের তরফ থেকে খোঁজ নেওয়া শুরু হয়েছে যে ওই ব্যক্তি কার কার সঙ্গে কোথায় কোথায় মেলামেশা করেছে। ওই ব্যক্তিকে কলকাতায় পাঠানো হচ্ছে।

এদিকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী তিনদিন অশোকনগর-কল্যাণগড় পৌরসভা অঞ্চলের সমস্ত দোকান বাজার বন্ধ থাকবে। এই পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার জানান, ‘আগামী তিনদিন পৌর এলাকার দোকানপাট সহ মোট সাতটি বাজার সম্পূর্ণ বন্ধ থাকবে। শুধু পৌরসভার জরুরি বিভাগ ও ওষুধের দোকান খলা থাকবে।’ কল্যাণগড় বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক শিবরাম দত্ত বণিক বলেন, ‘বিষয়টি জেনেছি, খুবই দুশ্চিন্তার, আগামী তিনদিন বাজার এলাকায় সমস্ত দোকান আমরা বন্ধ রাখব।’ এই অঞ্চলে এই প্রথম করোনা আক্রান্ত রোগীর খোঁজ মেলায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে সাধারণের মনে।