টানা ঊর্ধ্বমুখী করোনা গ্রাফে এবার কিছুটা স্বস্তি। এক ধাক্কায় করোনা সংক্রমণ বেশ অনেকটা কমলো। একদিনে করোনা সংক্রমনের হার কমে দাঁড়াল ৫০০।তবে পজিটিভির হার এখনো ঊর্ধ্বমুখী।এই পরিসংখ্যানে কিছুটা স্বস্তি মিললেও পুরোপুরি চিন্তা মুক্ত হতে পারছে না স্বাস্থ্য মহল।
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৩,৭৩৪ জন। যা গতকালের তুলনায় ২০ শতাংশ কম। তবে এখনও কমেনি পজিটিভির হার। রাজ্যে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন। সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা ও বীরভূম। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৭৯,৭৪,৩৯। তবে দুই দিনাজপুরে গত একদিনে আক্রান্তের কোন হদিশ মেলেনি। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২০লক্ষ ৯৪ হাজার ৩২৭ জন।
উল্লেখ্য, দেশে গত একদিনে করোনায় প্রাণ গিয়েছে ৩৪ জনের। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। রাজ্যে একদিনে করোনায় মৃত ৬। ফলে, এখনও পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ২১১ জনের। সংক্রমণের নিরিখে মৃতের হার ১,২০শতাংশ।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৮২ হাজার ২৪৩ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ।এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ। তথ্য বলছে, এখনও পর্যন্ত দেশে ২০৪ কোটি ২৮ লক্ষেরও বেশি মানুষ ডোজ করোনার টিকা পেয়েছেন।