ফের বাড়ল রাজ্যের করোনা সংক্রমণ। গত ২৪ ঘফেরণ্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭২৬ জন। মৃত্যু হয়েছে ৯ জনের।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১৮৩ জন কলকাতার বাসিন্দা। দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে কলকাতা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ১০৬ জন। ফের তৃতীয় স্থানে রয়েছে হুগলি। একদিনে সেখানে আক্রান্ত ৬৯ জন। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৬৬ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের খবর মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ২. ১৯ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৮১, ৯৪৬।
দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হাওড়া। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৯৯৮ জন। একদিনে করোনাকে হারিয়ে ঘরে ফিরেছেন ৭০৫ জন। বর্তমানে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৫৫, ৫২০। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ।