রাজ্য

এবার সরাসরি স্বাস্থভবনে হানা দিল করোনা

করোনা রাজ্যে কমে যায়নি। এবার তার প্রমাণ মিলল খোদ স্বাস্থ্যভবনে। কারণ সেখানে হানা দিল করোনা সংক্রমণ। স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার এক শীর্ষকর্তা–সহ মোট ৫ জন করোনা সংক্রমিত হয়েছেন। গোটা ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে স্বাস্থ্যভবন চত্বরে। এখানে কিছুদিন ধরে একাধিক কর্মীর করোনা সংক্রমনের খবর মিলছিল। এবার তা সরাসরি স্বাস্থ্যভবনে হানা দিল।
সূত্রের খবর, এই ঘটনা খাতায় কলমে প্রকাশ্যে আসেনি। জল্পনা উড়িয়েছিল স্বাস্থ্যদপ্তরও। উলটে জানানো হয়েছিল সুস্থই রয়েছেন আধিকারিকরা। নামপ্রকাশে অনিচ্ছুক এক আধিকারিকের কথায়, সুরক্ষাবিধি মেনেই মাঝেমধ্যে বিভিন্ন তলার বিভিন্ন বিভাগ সানিটাইজড করা হচ্ছিল। কিন্তু কেউ আদৌ করোনা আক্রান্ত হয়েছেন কিনা সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য ছিল না। তবে শোনা যাচ্ছে এমন কিছু ঘটে থাকতে পারে।
স্বাস্থ্যভবনের এক উচ্চপদস্থ আধিকারিক–সহ পাঁচজনের আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। স্বাস্থ্যভবনের একাধিক অংশ স্যানিটাইজ করার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। সূত্রের খবর, শুধু জীবাণুমুক্ত করাই নয়, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন বিভাগের নির্বাচিত আধিকারিক এবং কর্মীদের করোনা পরীক্ষা করা হবে। তবে এই বিষয় সরকারি কোনও মন্তব্য এখনও জানা যায়নি।