লিড নিউজ

প্রধানমন্ত্রীর হুঙ্কারে নয়, ডোভালের নেতৃত্বে পিছু হটল সেনা

গলওয়ান উপত্যকায় উত্তেজনাপ্রবণ জায়গা থেকে পিছু হঠেছে চিন সেনা। বাফার জোন তৈরি করার উদ্দেশ্যে কিছুটা পিছিয়ে এসেছে ভারতীয় সেনাবাহিনীও। এই সেনা সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার পেছনেও ভূমিকা রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের। অন্তত ২ কিলোমিটার পিছিয়ে গিয়েছে চিন সেনা। চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই–এর সঙ্গে ফোনে কথা হয় ডোভালের। তারপরই পাততাড়ি গোটায় চিন।
সোমবার বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় শান্তি বজায় রাখা যে খুব প্রয়োজন সে ব্যাপারে দুপক্ষেই একমত হয়েছে। এই নিয়ে দ্বিপাক্ষিক আরও বৈঠক হবে। তার আগে প্রয়োজন শান্তি। তারই লক্ষ্যে এই পদক্ষেপ নিল দু’‌পক্ষ। উল্লেখ্য, প্রায় দু’মাস ধরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর মুখোমুখি দাঁড়িয়ে ছিল ভারত–চিনের সেনা। সীমান্তে উত্তেজনা চরম আকারে পৌঁছয় গত ১৫ জুন। ভারত আর চিন সেনার সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় সেনা। ভারতীয় সেনার পালটা জবাবে চিনেরও ৪৩ জন সেনার মৃত্যু হয়।
সীমান্তে উত্তেজনা কমাতে ইতিমধ্যেই দুদেশের সেনা পর্যায়ে তিন দফা বৈঠক হয়েচে। কিন্তু সেখান থেকে কোনও সিদ্ধান্ত হয়নি। তাই আপাতত ঠিক হয়েছে আগে ওই এলাকা থেকে দু’‌পক্ষেই সরে আসুক। তাতে এলাকায় শান্তি ফিরবে। দ্বিপাক্ষিক বৈঠকের পথ আরও সুগম হবে। লাদাখ সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর আসরে নামেন ডোভাল।