ফুয়াদ হালিম, শ্যামল চক্রবর্তীর পর এবার মহম্মদ সেলিম। করোনায় আক্রান্ত হলেন বর্ষীয়ান সিপিএম নেতা। আজ, সোমবার বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। জ্বর–শ্বাসকষ্ট নিয়ে অসুস্থবোধ করছিলেন তিনি। তখন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা করে জানা যায় তিনি করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন।
পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন মহম্মদ সেলিম। জ্বর হয়েছিল তাঁর। সঙ্গে শ্বাসকষ্টও হচ্ছে। সঙ্গে আবার পেট–খারাপ হওয়ায় তাঁকে কাহিল করে দিয়েছিল। এরপরই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। পরীক্ষায় দেখা যায়, কোভিড আক্রান্ত প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম।
উল্লেখ্য, বর্ষীয়ান সিপিআইএম নেতা শ্যামল চক্রবর্তীও করোনা আক্রান্ত হয়েছেন। শনিবারই তাঁর পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে তিনিও বাইপাসের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রবিবার রাত থেকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে বর্ষীয়ান নেতাকে।