দেশ ব্রেকিং নিউজ

মুম্বইয়ের এক স্কুলের ১৬ পড়ুয়া করোনা আক্রান্ত

দিনে দিনে করোনার নতুন প্রজাতি ওমিক্রনকে ঘিরে আতঙ্ক বাড়ছে। এর মধ্যেই নবি মুম্বইয়ের ঘনসোলির এক স্কুলের ১৬ পড়ুয়া করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নবি মুম্বই নগর নিগমের এক আধিকারিক জানিয়েছেন, আক্রান্তরা অষ্টম থেকে নবম শ্রেণীর পড়ুয়া। জানা গেছে, আক্রান্ত পড়ুয়াদের মধ্যে একজনের বাবা গত ৯ ডিসেম্বর কাতার থেকে ঘনসোলির বাড়িতে ফিরেছিলেন। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ ছিল। কিন্তু তাঁর পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হলে ওই ব্যক্তির একাদশ শ্রেণীর পড়ুয়া ছেলের রিপোর্ট পজিটিভ আসে।

স্কুল সূত্রে জানা গিয়েছে, গত তিন দিনে এখনও পর্যন্ত স্কুলের ৮১১ পড়ুয়ার করোনা পরীক্ষা করা হয়েছে। আজ আরও ৬০০ পড়ুয়ার করোনা পরীক্ষা করা হবে। এক পড়ুয়ার সংক্রমণ ধরা পড়ার পর স্কুলের সব ছাত্রের করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুলের তরফে। এরপরই ১৬ জন পড়ুয়ার সংক্রমণ ধরা পড়ে।

প্রসঙ্গত, আজ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ওমিক্রন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। দেশে এখনও পর্যন্ত ওমিক্রন আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৩। গাজিয়াবাদে বয়স্ক দম্পতির শরীরে মিলেছে ওমিক্রনের হদিশ। গত তিন ডিসেম্বর তাঁরা মুম্বই থেকে জয়পুর হয়ে গাড়িতে গাজিয়াবাদ ফিরেছিলেন। করোনা রিপোর্ট পজিটিভ হওয়ায় জিনোম সিকোয়েন্সিং করা হলে জানা যায় তারা ওমিক্রনে আক্রান্ত।