পাঁচ মাসের মধ্যে দু’টি রাজ্য বিজেপির থেকে ছিনিয়ে নিল কংগ্রেস। গত ডিসেম্বরে হিমাচলপ্রদেশ এবং এই মে মাসে কর্নাটক। হিমাচলের বেলায় কংগ্রেস ততটা প্রচারের আলোয় আসেনি তার কারণ গুজরাতে বিপুল জয় পেয়েছিল বিজেপি। একই দিনে দুই রাজ্যের ভোটের ফল ঘোষণা হয়েছিল। কিন্তু এবার কর্নাটককে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।মণিপুর যখন জ্বলছে তখন মোদী শান্তির বার্তা দিয়ে একটি টুইট করারও সময় পাননি। কারণ তিনি ব্যস্ত ছিলেন কর্নাটকের ভোট প্রচারে। সেই ভোটে দেখা গেল মুখ পুড়ল বিজেপির। বিপুল জয় ছিনিয়ে নিল কংগ্রেস।
কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়জয়কার। রাজ্যের ২২৪টি-র মধ্যে ১৩১টি আসনে এগিয়ে কংগ্রেস। গতবারের চেয়ে ৫০টিরও বেশী আসনে জয়ের পথে হাত শিবির। কংগ্রেসের এই দুরন্ত জয়ের কারিগর রাজ্যে দলের প্রদেশ সভাপতি ডি কে শিবকুমার। দলের জয় নিশ্চিত হতে শিবকুমার সাংবাদিকদের সামনে এসে রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন।
শিবকুমার ধন্যবাদ জানালেন, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেকে। বললেন এই জয় দলের কর্মীদের, রাজ্যের মানুষের। কর্ণাটকে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার কথাও বলেন শিবকুমার। কর্নাটকের বহু জনপদ ছুঁয়ে গিয়েছিল রাহুলের সেই যাত্রা। যেখানে রাহুল বারবার বলেছিলেন, আমি রাজনীতির অভিমুখ বদলের জন্য হাঁটছি। এবার দেখার দল কাকে মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ দেয়, সেই দিকেই নজর গোটা দেশের।