রাজ্য লিড নিউজ

মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে: প্রেরণা

উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের পর জানা গিয়েছে চতুর্থ স্থান অধিকার করেছেন গোবরডাঙ্গার প্রেরণা পাল। তার মন্তব্যে বিতর্ক তৈরি হয়। কারণ, তিনি বলেছিলেন, “এ দুর্নীতি যুক্ত রাজ্য আমার রাজ্য হতে পারে না।” এর প্রেক্ষিতে কটাক্ষের শিকারও হতে হয় এই কৃতি ছাত্রীকে।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে নিজের অবস্থান স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রেরণা। তার দাবি, মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। এদিন পাশে দাঁড়িয়েছেন তাঁর বাবা অশোক পাল।

উচ্চমাধ্যমিকে চতুর্থ হওয়ায় স্বাভাবিকভাবেই অনেক সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হয় প্রেরণার সঙ্গে। সেখানেই প্রেরণা বলেন, “এ দুর্নীতি যুক্ত রাজ্য আমার রাজ্য হতে পারে না।” তারপর থেকেই সমালোচনার ঝড় ওঠে নেটদুনিয়ায়। তারপর অভিযোগ ওঠে, প্রেরণার বাবা বাম সংগঠনের সঙ্গে যুক্ত। তাই এধরনের মন্তব্য করেছেন। যদিও আগেই প্রেরণা ও তাঁর বাবা শিক্ষক অশোক পাল তাঁদের বক্তব্যের অর্থ বলেছিলেন।

এদিন প্রেরণার বাবা বলেন, “এটা কোনও গোষ্ঠী বা ব্যাক্তির অনুষ্ঠান নয়। এটা সংবিধানিক সংস্থার সংবর্ধনা। আমার মেয়ের অর্জন, সেই কারণেই আসা।”

এদিন প্রেরণা বলেন, “আমি কখনই বলিনি বাংলা আমার রাজ্য নয়। বিদেশে যাওয়ার সুযোগ পেলে যাব আর যদি এখানে সেরকব পরিবেশ থাকে, তাহলে এখানেই থাকব।” মেয়ের সুরেই সুর মিলিয়ে বৃহস্পতিবার মিলন মেলা প্রাঙ্গনে অনুষ্ঠান শেষে ফের নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তাঁরা।