জেলা

অজানা জ্বরে মালদহে দুই শিশুর মৃত্যু

জ্বরে আরও দুই শিশুর মৃত্যু হল মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শুধু তাই নয়, পরিসংখ্যান অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় এই নিয়ে মালদহে মোট ৫ শিশুর মৃত্যু হল। শুক্রবারই উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছে স্বাস্থ্যদপ্তরের এক বিশেষজ্ঞ দল। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁরা গিয়েছেন বলে খবর।

সেখানে অন্যান্য সরকারি হাসপাতালগুলিতে গিয়ে পরিস্থিতি দেখভাল করেন তাঁরা। ইতিমধ্যেই এই ধরনের জ্বরে কীভাবে চিকিৎসা করতে হবে শিশুদের, তার একটি এসওপি তৈরি করেছে স্বাস্থ্যদপ্তর। তা পাঠানো হচ্ছে রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে।

হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যেবেলা মালদহ মেডিক্যাল কলেজে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সেও জ্বর নিয়ে ভরতি হয়েছিল হাসপাতালে। নয় মাসের ওই শিশুটি ঝাড়খণ্ডের বাসিন্দা। নাম আসমা খাতুন। অসুস্থতা বাড়তে থাকায় নিকটবর্তী মালদহ মেডিক্যাল কলেজে তাকে আনা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধে ৬টার একটু আগে মারা যায় সে। এদিকে শুক্রবার সকালেও আর এক শিশুর মৃত্যু হয়। ভূতনির বাসিন্দা ৬ মাসের ওই শিশুটির নাম দেব মণ্ডল।