মুখ্যমন্ত্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় বিকৃতির অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। যিনি আবার পেশায় ম্যারেজ রেজিস্টার। বাড়ি স্বরুপনগর থানার বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিত্যনন্দ কাটি গ্রামে।
অভিযোগ, বছর ৫১ -র বাবলু গাইন রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এরপর বসিরহাট পুলিশ জেলার সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন স্বরূপ নগরের তৃণমূল নেতৃত্ব। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে সাইবার ক্রাইম পুলিশ। আজ, শুক্রবার তার বাড়ি থেকে বাবলু গাইনকে স্বরূপনগর থানার পুলিশ গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠায়।
ওই রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ, তিনি মুখ্যমন্ত্রীর ছবি কম্পিউটারে এডিট করে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। বেশ কয়েকদিন ধরে এই ছবিটি স্বরূপনগরসহ বসিরহাট মহকুমার বিভিন্ন জেলা এবং রাজ্যে ছড়িয়ে পড়ে।
সাইবার অপরাধে একটি মামলার রুজু হয়। তারপর ওই ম্যারেজ রেজিস্টারকে পুলিশ গ্রেফতার করে। বাবলু গাইনের রাজনৈতিক পরিচয় এলাকায় সিপিএমের কর্মী হিসেবে তিনি পরিচিত। এর সঙ্গে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে কিনা সেটাও তদন্তকারীরা তদন্ত করে দেখা হচ্ছে। স্বরূপনগর থানার পুলিশ ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে বসিরহাট মহকুমা আদালতে।