কলকাতা রাজ্য লিড নিউজ

বিধানসভা থেকে বেরিয়ে সটান রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী

উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে। তারই মধ্যে কিছুদিন আগে ১৬টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও রাজ্য-রাজভবন সংঘাত নতুন কিছু নয়। বিভিন্ন ইস্যুতে এর আগেও একাধিকবার রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের মতানৈক্য হয়েছে।

এসবের মাঝেই সোমবার বিধানসভা থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা চলে যান রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে। শীতকালীন বিধানসভা অধিবেশনে বেশ কয়েকটি বিল আটকে রয়েছে। সেগুলির সমাধানের সূত্র খুঁজতেই এদিন রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বৈঠক শেষে রাজভবনের বাইরে বেরিয়ে এসে সাংবাদিক বৈঠক করেন। তিনি জানিয়েছেন বৈঠকে আলোচনা হয়েছে এবং দু’পক্ষই মধ্যস্থতায় রাজি। এক্ষেত্রে আগামী দিনে বিল পাস করতেও অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে ।