তৃতীয় তৃণমুল কংগ্রেসের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান থেকে রাজ্যের আরও ২০ লক্ষ উপভোক্তাকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজী ইনডোরে বর্ষপূর্তির অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি এই ঘোষণা করেন। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের একাংশকে নিশানা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের প্রভূত উন্নয়ন হয়েছে। কিন্তু গণমাধ্যম সেই সব প্রকাশ করে না। রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে চিৎকার করছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর।
সেই সঙ্গে তার দাবি, রাজ্যে কোথাও কোন অন্যায় হলে তৎক্ষনাৎ নিরপেক্ষ ভাবে তিনি ব্যবস্থা নেন। মুখ্যমন্ত্রী নাম না করে লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর “বাংলায় গেলে খুন হয়ে যাওয়া” বক্তব্যকে খন্ডন করেন। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শপথগ্রহণের বর্ষপূর্তিতে সরকারি প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র অর্থ প্রদানের অনুষ্ঠানে তিনি বলেন, ”যদি কেউ বলেন বাংলায় যেও না, বাংলায় গেলে খুন হয়ে যাবেন, আমার গায়ে লাগে।”
মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যের উন্নয়ন না দেখে পথে নেমে বাংলাকে বদমান করছে রাজ্যের বিরোধীরা। তিনি দাবি করেন, রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার প্রভুত উন্নতি হয়েছে তৃণমূলের শাসনকালে। কিন্তু দিনের পর দিন কেন্দ্র ঔষুধের দাম বাড়িয়ে চলেছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তবে তিনি স্বীকার করে নিয়েছেন রাজ্যে চিকিৎসকের ঘাটতি রয়েছে। এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বলতে গিয়ে উত্তর প্রদেশের ঘটনার তুলনাও টানেন।