গোটা বিশ্বে সমানে দাপট দেখিয়ে চলেছে করোনা ভাইরাস। দ্বিতীয় ঢেউয়ের পর মারণ ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে এলেও ফের মাথাচাড়া দিয়েছে।করোনার নতুন প্রজাতি ওমিক্রন ক্রমশঃ চিন্তার ভাঁজ ফেলছে। এমতাবস্থায় মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জানা গিয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে । হোম আইসোলেশনে রয়েছেন তিনি। করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েছেন।
মঙ্গলবার সকালে করা একটি টুইটে তিনি লিখেছেন, ”আমি কোভিড পজিটিভ। আমার মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতে আইসোলেশনে আছি। গত কয়েক দিনে যারা যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে নিজেদের করোনা পরীক্ষা করিয়ে নিন।”
প্রসঙ্গত, দোরগোড়ায় উত্তরপ্রদেশ নির্বাচন। এই মুহূর্তে গরম রাজনীতির ময়দান। এই পরিস্থিতিতে নিজেদের দলের হয়ে সব দলই পুরো দমে শেষ মুহূর্তের প্রচার চালিয়ে যাচ্ছে। আম আদমি পার্টি সুপ্রিমো কেজরিওয়ালকেও প্রচারে দেখা গেছে। লখনউয়ে নির্বাচনী জনসভা করেন তিনি। সেখানে বিজেপি ও সমাজবাদী পার্টিকে আক্রমণ করতে ছাড়েননি। এরপর সোমবার দেরাদুনে দলের ‘নবপরিবর্তন সভা’তেও অংশ নেন কেজরিওয়াল। আসন্ন নির্বাচনে নিজেদের জায়গা ধরে রাখতে সমানে প্রচার চালিয়ে যাচ্ছিলেন।
কোভিড টাস্ক ফোর্সের চেয়ারম্যান ডাক্তার ডি কে আরোরা জানান, ভারতে তৃতীয় ঢেউ এর সময়কাল শুরু হয়ে গিয়েছে। মুম্বই, দিল্লি ও কলকাতায় ৭৫ শতাংশ কোভিড রোগীই অতি সংক্রামক করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন।