খেলাধুলা ব্রেকিং নিউজ

মৃত্যুর কাছে হারল চেতন চৌহান

ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহানের জীবনাবসান। প্রয়াত ভারতীয় ক্রিকেট তথা উত্তরপ্রদেশের মন্ত্রী চেতন চৌহান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩। কোভিড আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। করোনায় আক্রান্ত হয়েছিলেন গত মাসে। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার চেতন চৌহানকে তখন লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তারপরই শুরু হয় কিডনির সমস্যা। ১২ আগস্ট ফের তাঁর করোনা রিপোর্ট পজিটিভ রিপোর্ট আসে।
ক’দিন আগেই তিনি করোনা আক্রান্ত হন। তার আগে শারীরিক অবস্থা সংকটজনক ছিল এই তারকার। ভর্তি ছিলেন হাসপাতালে। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় তাঁকে। রবিবার সকাল থেকেই তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর মাল্টি অরগ্যান ফেলিওর হয়েছিল। তাঁর ভাই পুষ্পেন্দ্র চৌহান সংবাদসংস্থা পিটিআইকে রবিবারই এই খবর নিশ্চিত করেছেন।
সাতের দশকে সুনীল গাভাসকারের ওপেনিং পার্টনার ছিলেন চেতন চৌহান। ভারতীয় দলের জার্সি গায়ে ৪০টি টেস্ট ও সাতটি ওয়ান–ডে খেলেছেন তিনি। ১৯৬৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন। টেস্ট ক্রিকেটে কখনও সেঞ্চুরি করেননি। এক ইনিংসে সর্বোচ্চ ৯৭ রান করেছিলেন। অথচ টেস্টে দু’‌হাজারের বেশি রান রয়েছে তাঁর নামের পাশে। ১৬টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। সুনীল গাভাসকারের সঙ্গে জুটিতে ১০ বার একশোরও বেশি রানের পার্টনারশিপ গড়েছেন তিনি। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে হাত পাকিয়েছিলেন চেতন। হয়েছিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী। ৭২ বছর বয়সে এসে করোনার বিরুদ্ধে আর যুদ্ধ জিততে পারলেন না তিনি।